আপনি হয়তো Pyypl এর কথা বলতেছেন, যেটি নাইজেরিয়ার প্রজেক্ট এবং ভার্চুয়াল কার্ড প্রদান করে। আর মজার বিষয়, আপনি ক্রিপ্টো দিয়ে ডলার Deposit করতে পারবেন এবং সেটি ডলার বাংলাদেশের ব্যাংকে Withdraw করতে পারবেন।
কি বলেন! আমি তো জানতামই না। তাহলে তো সুবিধা হয় আমাদের ক্রিপ্টো লেনদেনকারীদের জন্য। আমি এইটা দেখেছিলাম। তবে বিস্তারিত দেখার চেষ্টা করি নি।
প্রথম পাঁচজন পোস্তদাতা
1. Crypto Library [20]
2. tjtonmoy [17]
3. LDL [15]
4. Little Mouse [14]
5. shasan [13]
ব্যক্তিগত কাজ থাকায় ফোরামে সময় খুব কম দেয়া হচ্ছে। অন্যথায়, আমি কিছু গাইডলাইন লেখার চেষ্টা করেছিলাম এবং সেগুলো সম্পন্ন করে পোস্ট করব ভেবেছিলাম। কিন্তু তা আর হয়ে উঠে নি। আমাদের থ্রেডের মডারেটরও যদি এক্টিভ হতেন তাহলে তার কাছ থেকেও আমরা কিছু ভালো জ্ঞান নিতে পারতাম।