আপনি হয়তো Pyypl এর কথা বলতেছেন, যেটি নাইজেরিয়ার প্রজেক্ট এবং ভার্চুয়াল কার্ড প্রদান করে। আর মজার বিষয়, আপনি ক্রিপ্টো দিয়ে ডলার Deposit করতে পারবেন এবং সেটি ডলার বাংলাদেশের ব্যাংকে Withdraw করতে পারবেন।
কি বলেন! আমি তো জানতামই না। তাহলে তো সুবিধা হয় আমাদের ক্রিপ্টো লেনদেনকারীদের জন্য। আমি এইটা দেখেছিলাম। তবে বিস্তারিত দেখার চেষ্টা করি নি।
আমি ব্যবহার করি, discord ও telegram এর প্রিমিয়াম ক্রয় করার জন্য। শুধুমাত্র অসুবিধা হইলো, KYC করতে হয়।
