Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Mr.corol
on 03/02/2023, 01:57:14 UTC

আমরা নতুন ইউজার যে প্রজেক্ট আসে ওই প্রজেক্টে কাজ করি।  যদি দয়া করে একটু বুঝাই দিতেন। কোন প্রজেক্ট success হবে।  কোন প্রজেক্ট scam প্লিজ ভাই যদি বুঝাইদিতেন।
সমস্যা তো এখানেই, আপনাদের মত হাজার হাজার বাংলাদেশী ইউজাররা আছে যারা বিভিন্ন টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেল গেটে ইস্কাম প্রজেক্টগুলো প্রমোট করে দেওয়া। বিশেষ করে স্ক্যাম প্রজেক্ট গুলো প্রাথমিক দিকে এয়ারড্রপ ক্যাম্পেইন নিয়ে আসে এবং পরবর্তীতে বিভিন্ন জানা অজানা বাউন্টি ম্যানেজারদের দিয়ে বাউনটি প্রজেক্ট চালিয়ে সাকসেস হলেও স্কাম করে না হলেও স্কাম করে।
কোন প্রজেক্ট সাকসেস হবে এবং কোন প্রজেক্ট সাকসেস হবে না এটা বলা মুশকিল নহে রীতিমতো অসম্ভব। প্রজেক্ট গুলো এনালাইসিস করার মত ক্ষমতা আমার আপনার নেই। তবে কিছু কিছু বাউন্টি ম্যানেজার আছে যারা জেনুইন প্রজেক্ট হ্যান্ডেল করে। তবে তারাও মাঝেমাঝে ইসক্যাম প্রজেক্ট এর শিকার হন।
তাই কোন প্রজেক্ট সাকসেস হবে এবং কোন প্রজেক্ট সাকসেস হবে না এটা এনালাইসিস করার দায়িত্ব আপনাদের সবার। ভালো মনে হলে কাজ করবেন/ইনভেস্ট করবেন, ভালো মনে না হলে ইনভেস্ট করবেন না এড়িয়ে চলবেন।
সর্বদা মনে রাখবেন স্কাম প্রজেক্ট দ্বারা প্রতারিত হলে এর দায়িত্ব শুধুমাত্র আপনার, তাই নতুন প্রজেক্টে কাজ করার আগে অবশ্যই ভালোভাবে এনালাইসিস ও খুঁটিনাটি বিষয় গুলো জেনে নিবেন।
ধন্যবাদ ভাই আমাকে এত সুন্দর করে বুঝানোর জন্য। আমি এর পর  থেকে দেখে বুঝে শুনে প্রকল্প কাজ করব।