Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
LDL
on 14/02/2023, 09:54:13 UTC
পেপাল আর ক্রিপ্টো!
আমাদের জেনে রাখা ভালো যে পেপাল ক্রিপ্টোকারেন্সি বায়/সেল করতে দেয় কিন্ত উইথড্র দিতে দেয় না। মানে ক্রিপ্টো ক্রয় করলে পেপালের প্ল্যাটফর্ম এ রাখতে হবে। যদি বিক্রি করতে হয়, তাহলে সেখানেই বিক্রয় করতে হবে। মানে ঘুরিয়ে ফিরিয়ে পেপালেই লেনদেন করতে হবে।
এছাড়াও, পেপাল নিজে কোন কয়েন হোল্ড করেন না। ব্যবহারকারীদের কয়েন তারা তৃতীয় পক্ষের মানে কাস্টোডিয়াল ওয়ালেটে রাখছে যা খুবই রিস্কি। কেউ যদি ব্যবহার করে থাকেন, তাহলে সচেতন থাকবেন।
আজ থেকে তিন/চার বছর আগে আমি এরকম একটি সিচুয়েশনে পড়েছিলাম যেখানে শুধুমাত্র ডলার অথবা ক্রিপ্টোকারেন্সি ডিপোজিট করতে পারবেন কিন্তু তাদের একটা বাই সেল অর্ডার আছে সেই অর্ডারের মধ্যে আপনাকে সেল করতে হবে। কিন্তু সেখান থেকে শুধুমাত্র ডলার উইথড্র করতে পারবেন কিন্তু ওই টোকেন উইথড্র করতে পারবেন না। সুতরাং বাধ্য হয়ে তাদের দেওয়া সেল অর্ডারের মধ্যে আপনাকে ট্রেড করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন ওইখান থেকে কোন ক্রিপ্টোকারেন্সি উইথড্র করতে যাবেন আপনাকে ওই ওয়েবসাইটের ওয়ালেটে ৫০% উইথড্র ফি হিসেবে দিয়ে আসতে হবে। Lol একটা ওয়েবসাইট ছিল। ওই সমস্ত ওয়েবসাইট রীতিমতো মানুষের উপর জুলুম করা।