Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
shasan
on 16/02/2023, 05:53:38 UTC
⭐ Merited by Little Mouse (1) ,Crypto Library (1)
এখনো বহু বলদ আছে যারা পঞ্জি স্কিমে বিনিয়োগ করে। কখনো পঞ্জি স্কিম বা পিরামিড স্কিম এ বিনিয়োগ করা উচিত নয়। অর্থাৎ যেসব সাইটে আপনার বিনিয়োগের অনুপাতে নিয়মিত হারে টাকা প্রদান করবে এবং যেটা সামঞ্জস্যহ। যেমন ধরুন কেউ আপনার থেকে এক হাজার টাকা নিল এবং বলল যে তিন মাসের ভিতর আপনি ছয় হাজার টাকা পাবেন অর্থাৎ ছয় গুণ বা এই ধরনের কোন কিছু। এমন কোন কিছু দেখলেই বুঝবেন এটা স্ক্যাম। অনেকেই জানেন যে এটা স্ক্যাম; তবুও তারা বিনিয়োগ করে এবং বলে যে কয়েকদিন থাকলে টাকা উঠে যাবে। এবং এই আশায় অনেকের বিনিয়োগ করায়। এতে সে নিজে লাভবান হলেও তাকে যারা বিশ্বাস করেছে তাদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়। কারণ যখন কোন প্রতিষ্ঠান দেখে; যে পরিমাণ টাকা তারা বিনিয়োগকারীদের থেকে পাচ্ছে সেই টার থেকে বেশি টাকা দিতে হচ্ছে তখন তারা উধাও হয়ে যায়। মুষ্টিমেয় কিছু লোক উপকৃত হলেও অধিকাংশ লোকই ক্ষতিগ্রস্ত হয়। আসুন এই ধরনের সকল সাইট থেকে দূরে থাকি এবং অন্যদেরও দূরে থাকতে পরামর্শ দেই।