Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 16/02/2023, 14:25:12 UTC
Bitcoin  এতো লাফালাফি করে কি লাভ ! যদি সে ২৫১০০ ক্রস ই করতে না পারে. এই কয়েনটা বানানোই বৃথা 😒 আমার কথা সোজা, হয় ২৫১০০ এর উপর ক্লোজিং কর, না হয় ডাউন যা ১৩০০০ বা ১১ হাজার পর্যন্ত.
কেন ভাই আপনার কি ২৫১০০ তে কোনো অর্ডার রয়েছে কিনা, যে ২৫হাজার নয় ২৫১০০ তে না উঠলে বিটকয়েন বানানোই বৃথা। ভাই ডোন্ট আন্ডারস্টিমেট বিটকয়েন অপেক্ষা করেন এই সপ্তাহ না হয় পরের সপ্তাহে উঠবেনি। ডাউন হওয়ার কথা শুধুমাত্র ১৩ হাজার ১১ হাজার বললেন কেন আরো কমিয়ে বলতেন পাঁচ ছয় সাত হাজার এ নামুক  এই সুযোগে একটা বিটকয়েন হোল্ড করার সুযোগ পেয়ে যেতাম।
খুবই ভালো এবং উপকারী বট। আমার কাছে একটাও মেরিট নেই যে আপনাকে দিব। থাকলে সিনিয়র মেম্বার হতে আপনার যা মেরিট প্রয়োজন দিয়ে দিতাম। কেউ এইরকম ক্লোজ থাকলে বাকি সব মেরিট দিতে আমার ভালো লাগে। আগেও দিয়েছি। কিন্তু এখন আমার মেরিট নাইই একদম।
ধন্যবাদ আপনার অ্যাপ্রিসিয়েসনের জন্য । আমারও ভালো লাগে যখন আমার দ্বারা বা আমার কাজের দ্বারা কখনো কারো একটু হলেও উপকার হয়। সিনিয়র মেম্বার হওয়ার পথে আছি চেষ্টা করতেছি নতুন জিনিস সব শিখতেছি আশা করি আমার কোন ভুল দ্বারা কোন বাধা-বিপত্তি সৃষ্টি না হয় , লক্ষ্য আমার অনেক দূর, দোয়া করবেন।