আপনাকে অনেক ধন্যবাদ এইরকম তথ্যবহুল একটি পোস্ট করার জন্য।
এইখানে সাতাও নাকামোতো বলতে কেউ কি বিটকানেক্ট প্রতিষ্ঠা করেছিল? গুগল বলছে সতীশ কুমবানি বিটকানেক্ট এর প্রতিষ্ঠাতা। আমি খুব বেশি এই ব্যাপারে জানি না। শুধু কার্লোস মাতোসকে চিনি যে বিটকানেক্ট এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থাপন করেছিল। কার্লোস একজন বিনিয়োগকারী ছিলেন। নিশ্চয়ই আমরা সবাই তার সেই বিখ্যাত উপস্থাপন সম্পর্কে জানি।
বিটকানে................ক্ট
যারা জানেন না তাদের জন্য ক্রিপ্টোকারেন্সি ইতিহাসের এই লিজেন্ডারী মিমস-
https://youtu.be/yIL9wLxG01Mআমিও যতটুকু জানি বিটকানেক্টের প্রতিষ্ঠাতা সতীশ কুম্ভনি, যিনি ২০১৯ সালে, প্রতারণা এবং ষড়যন্ত্রের অভিযোগে ভারতে গ্রেপ্তার হন। তবে এটা তার একার পক্ষে কখনোই সম্ভব ছিলো না। যার জন্য বিটকানেক্ট পিরামিড প্রতারণার অন্যতম উদাহরণ।
💰 Bitcoin Market Update 💰
🟡 মার্কেট যেভাবে নিচে নামতেছে যদি এইভাবেই নামতে থাকে তাহলে $20,300-$20,800 পর্যন্ত নামার পরে বাউন্স করে উপরে উঠে যেতে পরে।
✅ বর্তমানে আপনি USDT ফ্রি রেখে মার্কেট স্ট্যাবল হওয়ার জন্যে অপেক্ষা করতে পারেন।আর যদি $20,300-$20,800 প্রাইসে বিটকয়েন নেমে আসে তাহলে ঐসময় কয়েন কিনা শুরু করবেন।
ভাই এইভাবে বিনিয়োগ নিয়ে হুটহাট পোস্ট করলে কতজনের বিশ্বাস অর্জন করতে পারবেন? মানে আপনি একাউন্ট খুলেই বিনিয়োগ পোস্ট শুরু করেছেন। নিজের বিশ্বস্ততার জায়গা তৈরি করুন আগে যাতে সবাই গুরুত্বপূর্ণ ভাবে।
আর বিশ্বের অর্থনৈতিক অবস্থা চিন্তা করলে আমরা আপাতত বলতে পারছি না কবে নাগাদ মার্কেট স্ট্যাবল হবে।
দেখা যায় একাধারে এক সারিতে একাধিক পোস্ট করছেন। আপনি যে পোস্ট করেন এভাবে পোস্ট করা উচিত না। কেননা আপনি ফর্মের নিয়ম ভঙ্গ করে পোস্ট করছেন। আপনাকে বিটকয়েন ফর্মের নিয়ম কানুন পড়ে তারপরে পোস্ট দিবেন। আমি আপনাকে বিটকয়েন ফর্মের পোস্ট করার নিয়ম কানুনের লিংক দিয়ে দিলাম। আপনি লিংকে ক্লিক করে নিয়ম কানুন পড়ে জানুন।
লিংক,
https://bitcointalk.org/index.php?topic=631891.msg55551271#msg55551271আশা করি আপনি নিয়ম কানুন পড়ে বুঝে শুনে পোস্ট করবেন।
উনি ইচ্ছে করেই এমন ভাবে পোস্ট করছে। পোস্ট গুলো দেখেই বলে দেওয়া যায় গুগল থেকে কপি করে অনুবাদ করে শুধু বটের মতো পোস্ট করছে। এটার অন্যতম কারণ হলো এক্টিভিটি বাড়ানোর চেষ্টা যার প্রকৃত কোনো মূল্যই নেই।