আপনি কি বলদ নাকি বলদ সাজার চেষ্টা করতেছেন? আপনি কি জানেন নাহ যে কোন ক্রিপ্ট বাংলাদেশে অনুমোদিত নয়। সুতরাং বাংলাদেশ থেকে কোন ধরনের কোন পেমেন্ট ক্রিপ্টো দিয়া করতে পারবেন না। এমনকি প্রশাসন যদি জানে যে আপনি ক্রিপ্ত ব্যবহার করেন বা আপনার কাছে ক্রিপ্ট আছে তাহলে তাহারা আইক্কাওয়ালা বাঁশ নিয়ে আপনার বাড়িতে উপস্থিত হবে। আমি দুঃখিত এর থেকে ভালো ভাষা খুঁজে পেলাম না।
ভাই আমারে নগদে টাকা দিসে কাটার জন্যে। যার টিকিট সে Crypto নিয়ে কিছু জানেও না। আর টিকিটে লেখা থাকে না আপনি Crypto তে দিয়েছেন না Card এ। তাই ঐটা কোনো সমস্যা না।