Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Learn Bitcoin
on 23/02/2023, 07:39:09 UTC
এইগুলো সব কি স্পাম ছিল? জানি না। কেউ কেউ এই থ্রেডে আমার অবদান নিয়ে যখন আমাকে প্রশ্নবিদ্ধ করে তখনই খারাপ লাগে। সবসময় চেষ্টা করেছি নতুনদের সহায়তা করার। এইটা কি আসলেই কোন অবদান নয়?


ভাই আমার মনে হয় না এগুলো স্পাম ছিল! আপনি অনেক ভাল পোস্ট করেন এবং আপনার পোস্টগুলো সব সময় গুরুত্বপূর্ণ ছিল। আর আপনি প্রশ্নবিদ্ধ করার ব্যাপারে যেটা বললেন, আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলেছেন, তবে যারা আপনাকে প্রশ্নবিদ্ধ করে তারা নিজেরাই কিন্তু এই ফোরামে একটিভ না। যারা আপনাকে প্রশ্নবিদ্ধ করে আমি তাদেরকে বলতে চাই, ভাই আপনি নিজের দিকে তাকান নিজের চরকায় তেল দেন। এখানে কেউ কারো পজিশন নিয়ে নিতে পারবে না। এখান থেকে কেউ কোনো বেতন পায় না। লোকাল বোর্ডে কেউ যদি পোস্ট না করে তাহলে তার কোন লস হবে না বা তার কোন ক্ষতি হবে না। সুতরাং প্রত্যেকটা কনট্রিবিউশন আমাদের থ্রেট এর জন্য খুবই উপকারী। কে ভালো করলো কে খারাপ করলো এগুলা না দেখে সবাই একসাথে এগিয়ে যাওয়া উচিত।