বাউন্টী প্রজেক্ট কোথায় পাওয়া যায় আমি প্রজেক্ট কিভাবে আনবো
সমস্ত কিছু যুদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে বলুন পিলিজ 🙏🥺,,,!
আপনাকে এই বোর্ড ফলো করতে হবেঃ
বাউন্টি এখানে আপনি নতুন পুরোনো সকল বাউন্টি খুজে পাবেন।
tjtonmoy ভাই যেভাবে দিয়েছেন সেভাবে সার্চ করলে দেখা যাবে অনেক পুরাতন বাউনটি যেটা প্রায় শেষ সেটা শুরুতে চলে আসছে। আর যদি
এভাবে সার্চ দেওয়া যায় তাহলে সর্বশেষে যে বাউন্টি পোস্ট করা হয়েছে সে টি আগে দেখাবে। এবং যেটি আগে পোস্ট করা হয়েছে সেটি পরে দেখাবে অর্থাৎ সিরিয়ালই দেখাবে। এতে যে বান্টিগুলো নতুন পোস্ট করছে সেগুলো খুজে পেতে সহজ হবে।