Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 25/02/2023, 03:15:32 UTC
বাউন্টী প্রজেক্ট কোথায় পাওয়া যায় আমি প্রজেক্ট কিভাবে আনবো
সমস্ত কিছু যুদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে বলুন পিলিজ 🙏🥺,,,!  
আপনাকে এই বোর্ড ফলো করতে হবেঃ বাউন্টি
এখানে আপনি নতুন পুরোনো সকল বাউন্টি খুজে পাবেন। তবে সকল বাউন্টি জয়েন করবেন না। প্রজেক্ট এর ব্যাকগ্রাউন্ড দেখে এবং ম্যানেজার এর আগের ক্যাম্পেইন গুলা চেক করে জয়েন হবেন। যত পারেন Escrow প্রজেক্ট গুলা জয়েন হবেন।
জয়েন হওয়ার আগে ডেট খেয়াল রাখবেন, রুলস পরে বুঝে নিয়ে ওইটা মেনে কাজ করতে থাকেন। আরও কিছু জানার থাকলে বলতে পারেন।
আমার মনে হয় SR SOGAG  বাওনটি প্রোজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চেয়েছে। SR SOGAG শুনেন ভাই বর্তমানে বাঊণটি প্রজেক্ট পাওয়া খুবই কঠিন মার্কেট বড়ই কম্পিটিটিভ হয়ে উঠেছে অনেক ভালো ভালো ক্যাম্পেইন ম্যানেজার রাই কাজ পাচ্ছে না। তারপরও যদি এই বিষয়ে আপনার কাজ করার আগ্রহ থাকে আমি আপনাকে অনুৎসাহিত করবো না , কঠোর পরিশ্রম করলে এর মধ্যেও কাজ পাওয়া সম্ভব।
১. প্রজেক্ট পাওয়ার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার একটি নিজস্ব সার্ভিস থ্রেড খুলতে হবে যখন আপনি