বাউন্টী প্রজেক্ট কোথায় পাওয়া যায় আমি প্রজেক্ট কিভাবে আনবো
সমস্ত কিছু যুদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে বলুন পিলিজ 🙏🥺,,,!
আপনাকে এই বোর্ড ফলো করতে হবেঃ
বাউন্টি এখানে আপনি নতুন পুরোনো সকল বাউন্টি খুজে পাবেন। তবে সকল বাউন্টি জয়েন করবেন না। প্রজেক্ট এর ব্যাকগ্রাউন্ড দেখে এবং ম্যানেজার এর আগের ক্যাম্পেইন গুলা চেক করে জয়েন হবেন। যত পারেন Escrow প্রজেক্ট গুলা জয়েন হবেন।
জয়েন হওয়ার আগে ডেট খেয়াল রাখবেন, রুলস পরে বুঝে নিয়ে ওইটা মেনে কাজ করতে থাকেন। আরও কিছু জানার থাকলে বলতে পারেন।
LDL ভাই, যে গতি তে এগোচ্ছেন, অনেক আগে যাবেন ভাই। চালিয়ে যান। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। পরের র্যাংক এ অতি তারাতারি আপনাকে দেখতে পাচ্ছি তাহলে।
আমি জয়েন হতে চাই না আমি নিজে প্রজেক্ট এনে চালাইতে চায় কিন্তু আমি প্রজেক্ট কই থেকে আনবো এবং কিভাবে আনবো সেইটা বলছি আমি
আপনি যদি বাউন্টি প্রজেক্ট আনতে চান। তাহলে আপনাকে আপনার বাউন্টি প্রজেক্ট এর সার্ভিস এর জন্য সুন্দর একটি লেআউট ডিজাইন করতে হবে। তারপর আপনাকে
সার্ভিস এই থ্রেড এ আপনার বাউন্টি সার্ভিস টি পোস্ট করতে হবে। আপনার সার্ভিস কোনো ক্লাইন্টের ভালো লাগলে আপনার সাথে যোগাযোগ করবে।
বাউন্টি পরিচালনা জন্য আপনার যে বিষয় উপর দক্ষ হতে হবে।
১. লেআউট ডিজাইন করা।
২. স্প্রেডশীট কাজ জানা।
৩. আপনার একটি টীম থাকা।
৪. গ্রাফিক্স ডিজাইন পারতে হবে।
৫. HTML , CSS সম্পর্কে জানা।
ইত্যাদি। অনেক অবিজ্ঞতা আপনার প্রয়োজন হবে।
তাহলে আপনি বাউন্টি প্রজেক্ট চালাতে পারবেন।
এই বিষয় আরো জানতে এখানে অনেক বড়ো ভাইরা আসে। তাদের সাথে যোগাযোগ করতে পারেন।