বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে কেউ জানেন? সম্পরতি দেখলাম বেশ ভালোই সাড়া ফেলছে। যেটা জানি সেটা হল বিটকয়েন ব্লকচেইনে এনএফটি। বিটকয়েন ব্লকচেইনেীনএফটি নতুন কিছু নয়। ২০১৪ সালে এর শুরু হয়। এছাড়া, ২০১৭ সালে সেগউইট সংযুক্ত হওয়ার পরও বিটকয়েনে এনএফটি মিন্ট হয়। কিন্তু বিটকয়েন অর্ডিনালকে সবাই আগের চেয়ে ভিন্নভাবে প্রেজেন্ট করছে, মানে আগের চেয়ে বেশি সাড়া ফেলছে। আমি এখনো এইটা নিয়ে কিছুই জানি না বলতে গেলে। তবে, চাচ্ছি কয়েনআলাপ এ এইটা নিয়ে একটা আর্টিকেল লিখতে। আপনাদের কারো ধারনা আছে কি? থাকলে শেয়ার করবেন আর পড়ার ইচ্ছে থাকলেও জানাবেন। আমি শেয়ার করব শীঘ্রই।
আপনি যদি বাউন্টি প্রজেক্ট আনতে চান। তাহলে আপনাকে আপনার বাউন্টি প্রজেক্ট এর সার্ভিস এর জন্য সুন্দর একটি লেআউট ডিজাইন করতে হবে। তারপর আপনাকে
সার্ভিস এই থ্রেড এ আপনার বাউন্টি সার্ভিস টি পোস্ট করতে হবে। আপনার সার্ভিস কোনো ক্লাইন্টের ভালো লাগলে আপনার সাথে যোগাযোগ করবে।
আমি এই পর্যন্ত তিনটি বাউন্টি ম্যানেজ করেছি এবং বেশ কয়েকটি সিগ্নেচার ক্যাম্পেইন ম্যানেজ করেছি। এদের মধ্যে কোন বাউন্টির জন্য আমার সার্ভভিস থ্রেড থেকে কোনরকম নক পাই নি। তিনটি বাউন্টিই আমার নিজ নেটওয়ার্কিং থেকে পাওয়া। সার্ভিস থ্রেড আসলে কিছুই দেয় না বলতে গেলে। আমার সিগ্নেচার ক্যাম্পেইন এর একটি এসেছে সার্ভিস থ্রেড থেকে। বাকিসব নিজের নেটওয়ার্কিং থেকে পাওয়া।
এইখানে উল্লেখ্য, এমনও হতে পারে যে, প্রজেক্ট টোকেন আমি সার্ভিস চার্জ হিসেবে নেই না বলে কিছু প্রজেক্ট ইগ্নোর করে। তবে কেউ বাউন্টি ম্যানেজার হতে চাইলে আমি কখনো বলব না প্রজেক্ট টোকেন নিতে। আমি এইখানে অএঙ্ক ক্যাম্পেইন ম্যানেজার দেখেছি তারা প্রজেক্ট টোকেনের বিনিময়ে ক্যাম্পেইন ম্যানেজ করে। আমি জানি না এইটা থেকে তারা আসলেই কিছু পায় কি না। তবে, আমার মতে এইটা সময় অপচয় ছাড়া কিছুই নয়।
ক্যাম্পেইন ম্যানেজার হতে চাইলে আমি প্রথমেই বলব ফোরামে পরিচিতি বৃদ্ধি করুন, জনপ্রিয় একজন হিসেবে নিজেকে গড়ে তুলুন। তারপর শুরু করুন।
2025 সালের BNB 😪😁

সারাদিন অনেক কর্মব্যস্ত ছিলাম। এইটা দেখে ভালোই হেসেছি।