Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Learn Bitcoin
on 25/02/2023, 16:43:32 UTC
বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে কেউ জানেন? সম্পরতি দেখলাম বেশ ভালোই সাড়া ফেলছে। যেটা জানি সেটা হল বিটকয়েন ব্লকচেইনে এনএফটি। বিটকয়েন ব্লকচেইনেীনএফটি নতুন কিছু নয়। ২০১৪ সালে এর শুরু হয়। এছাড়া, ২০১৭ সালে সেগউইট সংযুক্ত হওয়ার পরও বিটকয়েনে এনএফটি মিন্ট হয়। কিন্তু বিটকয়েন অর্ডিনালকে সবাই আগের চেয়ে ভিন্নভাবে প্রেজেন্ট করছে, মানে আগের চেয়ে বেশি সাড়া ফেলছে। আমি এখনো এইটা নিয়ে কিছুই জানি না বলতে গেলে। তবে, চাচ্ছি কয়েনআলাপ এ এইটা নিয়ে একটা আর্টিকেল লিখতে। আপনাদের কারো ধারনা আছে কি? থাকলে শেয়ার করবেন আর পড়ার ইচ্ছে থাকলেও জানাবেন। আমি শেয়ার করব শীঘ্রই।

বিটকয়েন অর্ডিনাল সম্পর্কে আমি আসলে কিছুই জানিনা। বিটকয়েনের অনেক ফিচার আছে যেগুলা সম্পর্কে আমি জানিনা। এ সম্পর্কে আমার জানার ইচ্ছা আছে আপনি যদি পোস্ট করেন, দয়া করে মেনশন করবেন। আশা করি আরো অনেকেই হয়তো এই ব্যাপারে জানতে চাইবে, তবে কেউ না চাইলেও আমি এ ব্যাপারে আমি জানতে চাই।

আরেকটা ব্যাপার হল ক্রেইগ ইভেন রাইট, তার একটা মামলা চলতেছিল সেই মামলা টার কি খবর কেউ কি বলতে পারেন?