Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 27/02/2023, 01:54:54 UTC
Hodlonaut এর সাথে যে মামলা চলতেছিলো, সেটার রেজাল্ট টা কি হয়েছিলো আমার জানা নেই।
তবে এই লোকটা যে একটা প্রতারক, সেটা কি আপনারা বিশ্বাস করেন? সে নিজেকে সাতশী বলে দাবী করে আসছিলো। Roll Eyes
তার কছে যেসব প্রশ্ন করা হয়েছিলো, তার কিছুরই তো সঠিক উত্তর বা প্রমাণ দিতে পারে নি। আর কোর্ট নাকি এসব টেকনোলজির ব্যাপারে বোঝে না। তো ওনারা রায় দিলো কিভাবে শেষ অব্দি?
এইটা তো অনেক আগের কথা মনে হয়। গত বছরের শেষেএ দিকে মনে হয়। Holdonaut এর উক্ত মামলায় ক্রেইগ হারছে। তার মতে সে মিথ্যাবাদী।
সে প্রতারক, মিথ্যাবাদী। এতে কোন সন্দেহ নেই। কোর্টে না গিয়েও সে প্রমান করতে পারে সে সাতোশি নাকামোতো কি না। কিন্তু সে এপ্রোচে সে যাবে না। কারন, সে পারবেই না।


1. বিটকয়েন কি কোন দিন শূন্যে নেমে আসবে?
2. যদি কখনো শূন্যে পড়ে তাহলে কি হবে?
3. বিটকয়েন কি আগের স্তরে ফিরে যাবে?
১. উপরে যেমন বলেছে ১ বিটকয়েন = ১ বিটকয়েন
২. শুন্যে নেমে আসলেও ১ বিটকয়েন = ১ বিটকয়েন
৩. ফিরে যাবে কি না সেটা কেউ নিশ্চিত করতে পারবে না। আপনি বিটকয়েন নিয়ে আরো পড়া উচিত মনে হয়।