আরেকটা ব্যাপার হল ক্রেইগ ইভেন রাইট, তার একটা মামলা চলতেছিল সেই মামলা টার কি খবর কেউ কি বলতে পারেন?
কোন মামলার কথা বলছেন? একটু স্পেসিপিকভাবে বলেন। কিছুদিন আগে সে একটি মামলায় হারে যেখানে সে বিটকয়েনের কিছু ফাইল এর উপর কপিরাইট ক্লেইম করেছিল। আদালত রায় দেন যে উনার দাবী অযৌক্তিক।
Hodlonaut এর সাথে যে মামলা চলতেছিলো, সেটার রেজাল্ট টা কি হয়েছিলো আমার জানা নেই।
তবে এই লোকটা যে একটা প্রতারক, সেটা কি আপনারা বিশ্বাস করেন? সে নিজেকে সাতশী বলে দাবী করে আসছিলো।

তার কছে যেসব প্রশ্ন করা হয়েছিলো, তার কিছুরই তো সঠিক উত্তর বা প্রমাণ দিতে পারে নি। আর কোর্ট নাকি এসব টেকনোলজির ব্যাপারে বোঝে না। তো ওনারা রায় দিলো কিভাবে শেষ অব্দি?