আজকের বিষয়ঃ অটোমেটেড ফিল/ পাসওয়ার্ড ম্যানেজার।
তথ্য গুলো নিজের কাছেই রাখুন। অটো ফিল এর দ্বারা ১০ সেকেন্ড বাচাইতে যেয়ে জীবন এর সুখ হাতছাড়া করবেন না।
মানুষ সহজে উপায় খোঁজে, কাউকে মেনশন করে কথাগুলো বলবো না। আমার নিজের ক্ষেত্রেই আমি অটোফিল ব্যবহার করি। বিশেষ করে এক্সচেঞ্জ ব্যবহারের ক্ষেত্রে আমি অটোফিল মুড ব্যবহার করে থাকি। অটোফিল ব্যবহার করার একটিমাত্র সুবিধা হচ্ছে আপনাকে লগইন করার ক্ষেত্রে ইউজারনেম ও পাসওয়ার্ড টাইপ করতে হবে না। গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনার সকল তথ্য সেভ করে রাখে এবং লগইন করার সময় সেগুলো আপনাকে প্রোভাইড করে থাকে। আর অসুবিধার কথা যদি বলি তাহলে অনেকগুলো অসুবিধা আছে তার ভিতরে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে গুগল আপনার সকল ইনফরমেশন আপনার কাছ থেকে অলরেডি নিয়ে নিয়েছে। আপনার যদি মোবাইল ফোন /ডিভাইস কোন কারনে চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে আপনার অনেক ঝামেলা হতে পারে। বিশেষ করে বাংলাদেশে আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের মত অনেক অনেক বিটকয়েন ব্যবহারকারী, বিভিন্ন এক্সচেঞ্জ ব্যবহারকারী ইউজার। কেউ আপনার ফোন হাতিয়ে নিয়ে যদি তাদের কাছে নিয়ে যায় তাহলে তারা অতি সহজেই আপনার যাবতীয় এক্সচেঞ্জের একাউন্ট প্রবেশাধিকার নিতে পারে এবং আপনার যাবতীয় ক্রিপ্টোকারেন্সি সহজেই তারা অন্যত্রে সরিয়ে নিতে পারে। তাই google অটোফিল ব্যবহার না করে প্রত্যেকবার লগইন করার ক্ষেত্রে আপনি নিজের হাতে টাইপ করে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দিবেন। এতে আপনার একাউন্ট চুরি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে।