যদিও আমরা সবাই জানি কিভাবে বাইন্যান্সের পিটুপি ব্যবহার করে
বিটকয়েন থেকে বিকাশ এ টাকা নেয়া যায়, কিন্তু বাইন্যান্স ছাড়া অন্য আর কোন কোন এক্সচেঞ্জগুলো এই সুবিধা দেয়? আমি কুকয়েনকে জানি। অন্য কোন এক্সচেঞ্জে পিটুপি সুবিধা আছে?
ভাই, প্রায় ঘন্টা খানেক খুজেছি। কিছু এক্সচেন্জ এ একাউন্ট করেও দেখেছি। মনে হলো আমারো কখনো দরকার হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পিটুপি থাকলেও বাংলাদেশের ইউজার নাই বললেই চলে। কিছু এক্সচেন্জ এখনো বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে না। বাইন্যান্স এবং কুকয়েন ছাড়া লোকালবিটকয়েন্স ছিলো। কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। বর্তমানে এগুলো ছাড়া
https://paxful.com/ এবং
https://localcoinswap.com/ আছে।
কিন্তু এর আগে আমি একটা পোস্ট দেখলাম এখন সেটা কোট করতে যাচ্ছি না বা খুঁজতে যাচ্ছি না। যে পোস্টগুলো কোট করেছেন সে পোস্টগুলো মোটেও ভালো মানের ছিল না। বরং সেগুলো ছিল স্প্যাম কুয়ালিটির। ওই ধরনের পোস্ট করা মোটে উচিত নয়।
ভাই আমার কথা বলছেন? আপনি কি শিওর সেটা আমি ছিলাম? আমার জানামতে আমি এমন কোনো পোষ্ট কোট করিনি। যদি করে থাকি, দয়া করে দেখিয়ে দিবেন।