Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 01/03/2023, 16:17:43 UTC
ভাই, প্রায় ঘন্টা খানেক খুজেছি। কিছু এক্সচেন্জ এ একাউন্ট করেও দেখেছি। মনে হলো আমারো কখনো দরকার হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পিটুপি থাকলেও বাংলাদেশের ইউজার নাই বললেই চলে। কিছু এক্সচেন্জ এখনো বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে না। বাইন্যান্স এবং কুকয়েন ছাড়া লোকালবিটকয়েন্স ছিলো। কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। বর্তমানে এগুলো ছাড়া https://paxful.com/ এবং https://localcoinswap.com/ আছে।
গত কিছুদিন আগেও কুকয়েন এ খুব বেশি ভলিউম ছিল না পিটুপি তে, বাইন্যান্স এর একক আধিপত্য ছিল যদিও বর্তমানে কুকয়েন ও ভালো করছে। লোকাল বিটকয়েন বা এই জাতীয় সাইটগুলো আর সার্ভাইভ করতে পারবে না আমার মনে হইয়। যেদিন থেকে বাইন্যান্স পিটুপি শুরু করছে, এইগুলোর চাহিদা ক্রমান্বয়ে কমে গিয়েছে। ক্রিপ্টো টু বাংলাদেশী টাকা লেনদেন এর জন্য আমার গত কয়েক বছর আগেও ভালো নেটওয়ার্ক ছিল কিন্তু সেগুলো এখন নাই  Grin




বাইন্যান্স সম্প্রতি কিছু সন্দেহজনক লেনদেন করেছে যেটা নিয়ে ফোর্বস একটা নিউজ করেছে। সেটার আঙ্গিকে কয়েনআলাপ একটি নিউজ কভার করেছে। যারা এখনো জানেন না তারা চাইলে এইটা পড়ে দেখতে পারেন। মজা পাবেন।
বাইন্যান্স, ফোর্বস, এফ.টি.এক্স ; ত্রিভূজ দ্বৈরথের সূচনা