লোকাল বিটকয়েন বা এই জাতীয় সাইটগুলো আর সার্ভাইভ করতে পারবে না আমার মনে হইয়।
লোকাল বিটকয়েন অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা আর বিটকয়েন ট্রেডিং সার্ভিস রাখবে না। মানে তারা বিটকয়েন ট্রেডিং সার্ভিস অফ করে দিবে। জানিনা কেন তারা এই ধরনের সিদ্ধান্ত নিল। আমি তো ভেবেছিলাম তাদের অনেক লাভ হয়। কেননা তারা ডিপোজিট থেকে উপার্জন করে আবার ট্রেডিং থেকে ফি পায়। তাদের তো সার্ভার মেনটেনেন্স ও কাস্টমার সার্ভিস এর বেতন ছাড়া তেমন কোন খরচও দেখি না। এই ট্রেডিংটা তো তাদের জন্য লাভজনক ছিল তবুও তারা কেন অফ করে দিল বোধগম্য নয়।
