Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Learn Bitcoin
on 02/03/2023, 02:20:53 UTC
বাইন্যান্স সম্প্রতি কিছু সন্দেহজনক লেনদেন করেছে যেটা নিয়ে ফোর্বস একটা নিউজ করেছে। সেটার আঙ্গিকে কয়েনআলাপ একটি নিউজ কভার করেছে। যারা এখনো জানেন না তারা চাইলে এইটা পড়ে দেখতে পারেন। মজা পাবেন।
বাইন্যান্স, ফোর্বস, এফ.টি.এক্স ; ত্রিভূজ দ্বৈরথের সূচনা[/center]

এটা পড়লাম! খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা। বিশেষ করে যারা বাইন্যান্স ব্যাবহার করে। একটা এক্সচেঞ্জ যদি তাদের গ্রাহকদের কে না জানিয়ে এভাবে কোলাটেরাল সরিয়ে ফেলে এবং বহুদিন পরেও এর কোনো সঠিক জবাব না দিতে পারে, অবশ্যই এটা সন্দেহজনক। তাদের BUSD কি ডিপেগ হতে পারে বলে মনে হয়? CZ টুইট করে বললো যে ফোবর্স FUD ছড়াচ্ছে। আর তারা নাকি কিছু পুরাতন ব্লকচেইন ট্রাঞ্জেকশন সোর্স হিসেবে দিয়েছে। আচ্ছা ধরে নিলাম তারা FUD ছড়াচ্ছে, তো সঠিক টা তোমরা সামনে নিয়ে আসো। তোমাদের কোলাটেরাল যে রাখা আছে, সেই এড্রেস টা দাও পাবলিক দেখুক।

সকলে নিজেদের মতামত জানাবেন এবং নিজেরা বিশ্লেষণ শেষে এখানে বিনিয়োগ করুন।  Wink

ভাই, আজ অব্দি যতো যায়গায় ইনভেস্ট করেছি, ক্রিপ্টো তে কোনোদিন প্রফিট করতে পারি নাই। ৫-৬ লাখ টাকা লসে আছি। যদি রানিং ইনকাম না থাকতো, তাহলে পথে বসা লাগতো। তাই যতোই ভালো প্রজেক্ট দেখি, আর ইনভেস্ট করার ইচ্ছে হয় না।