Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 02/03/2023, 10:43:21 UTC
সকলে নিজেদের মতামত জানাবেন এবং নিজেরা বিশ্লেষণ শেষে এখানে বিনিয়োগ করুন।  Wink

ভাই, আজ অব্দি যতো যায়গায় ইনভেস্ট করেছি, ক্রিপ্টো তে কোনোদিন প্রফিট করতে পারি নাই। ৫-৬ লাখ টাকা লসে আছি। যদি রানিং ইনকাম না থাকতো, তাহলে পথে বসা লাগতো। তাই যতোই ভালো প্রজেক্ট দেখি, আর ইনভেস্ট করার ইচ্ছে হয় না।

আপনি যেহেতু বিনিয়োগের প্রজেক্ট সম্পর্কে বলেননি, তাই বলতে পারবো নাহ যে, আপনার কোন জায়গায় ভুল ছিল। কিন্তু এটা সত্য যে, ক্রিপ্টোমার্কেটের হাইপ অনুযায়ী বিনিয়োগ করলে আপনি বরং ৫-৬ লাখ লাভ করতে পারতেন, যেমনটা আমি করেছি।

যাইহোক সকলের বিভিন্ন উপায় থাকে এই ক্রিপ্টোমার্কেটে টিকিয়ে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।  Smiley