আমি অনেক আগে ভেরিফাই করছি। এখন তো বুঝতে পারছি না কি সমস্যা। বাংলাদেশ থেকে লগ ইন করতে পারছি। কোন সমস্যা হচ্ছে না। আপনি ওদের সাপোর্টে কথা বলেন। এইটা ভালো হবে।
আমার পুরনোটাই আবার লগইন নিয়ে কোন ঝামেলায় পড়িনি। পাশাপাশি ট্রেডিং এও কোনো সমস্যা হচ্ছে না কিন্তু নতুন একাউন্ট খুলতে গেলে বাংলাদেশের কোন অপশন নেই। আমার মনে হয় তারা বাংলাদেশকে তাদের সার্ভিস থেকে রিমুভ করে ফেলেছে জন্য নতুন করে কোন একাউন্ট খোলা যাচ্ছে না।
সিনিয়র ভাইদের কাছে একটা প্রশ্ন কিভাবে আমি বিটমার্ট ট্রেড করতে পারব?
বর্তমানে আমার মনে হয় না নতুন অ্যাকাউন্ট খুলে সেটির দ্বারা ট্রেডিং করতে পারবেন অতি প্রয়োজনীয় কিছু থাকে বা কোন টোকেন রেওয়ার্ড পেয়ে থাকেন তাহলে আশেপাশের কারও নিকট সেল করে দিতে পারেন যাদের পুরনো একাউন্ট রয়েছে।
~snip~
Review Master ভাই আপনাকে একটি বড় অভিনন্দন, সিনিয়র মেম্বার কমিউনিটিতে আপনাকে স্বাগতম 🎉। আমার মতে এই র্যাঙ্কটা আপনি আরো আগেই ডিসার্ব করতেন। পরবর্তী পথ চলার জন্য রইল শুভকামনা, আরো নিত্যনতুন রিসোর্স দিয়ে আমাদের লোকাল থ্রেদকে কে ভরপুর করে ফেলেন
