Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 04/03/2023, 10:44:58 UTC
@Review Master
Congratulations to promote new Rank Sr Member.
ফোরামে প্রবেশ করে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে প্রবেশ করে দেখতে পেলাম Review Master ভাই সাহেব সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছে। দেখে খুব ভালো লাগছে এবং গর্ব হচ্ছে যে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আরো একজন সিনিয়র মেম্বার ভাই পেলাম।


Review Master সিনিয়র মেম্বার হওয়ায় আপনাকে অভিনন্দন। আশা করি ফোরামে এই ধরনের কন্ট্রিবিউশন করতে থাকবেন এবং নিজেকে সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারে রূপান্তরিত করবেন। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।


সকলকে ধন্যবাদ!! আশা করি আরো ভালো কিছু বাংলা লোকাল বোর্ডের জন্য করতে পারবেন। সকলের জন্য শুভকামনা রঈলো।  Cheesy