Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 04/03/2023, 18:02:22 UTC
আপনি এক্টিভ হইলে আমরা কিছু শিখতে পারতাম। আশা করি আগের চেয়ে একটু বেশি সময় দিবেন।

ধন্যবাদ ভাই, কিন্তু শতচেষ্টার পরও সময় পাচ্ছি নাহ। আমার যে নিজস্ব কমিউনিটি BitByte Crypto রয়েছে, সেখানে বিভিন্ন প্রজেক্টের তথ্য প্রকাশ করতেই সময় পাচ্ছি নাহ। দৈনন্দিন জীবনের সকল কাজ শেষে আর সময় পাওয়া যায় নাহ। আশা করি, সপ্তাহে একবার হলেও ভালো ও তথ্যবহুল পোষ্ট এখানে প্রকাশ করার চেষ্টা করবো।  Cheesy

Review Master ভাই আপনাকে একটি বড় অভিনন্দন, সিনিয়র মেম্বার কমিউনিটিতে আপনাকে স্বাগতম 🎉। আমার মতে এই র‍্যাঙ্কটা আপনি আরো আগেই ডিসার্ব করতেন। পরবর্তী পথ চলার জন্য রইল শুভকামনা, আরো নিত্যনতুন রিসোর্স দিয়ে আমাদের লোকাল থ্রেডকে কে ভরপুর করে ফেলেন Wink

অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আপনাদের মতো এক্টিভ থাকলে হয়তো আগেই এই পদ পেয়ে যেতাম। কিন্তু নিজেই এক্টিভ নাহ, তাই সময় লেগে গেলো। আপনার জন্যও শুভকামনা।