গত মাসের ট্রিট এই মাসে দিচ্ছেন!

একজন বাংলাদেশী হিসেবে এই ধরনের ট্রিট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আর বলিয়েন না ভাই, সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল পড়াশোনার চাপে অন্য কিছু চিন্তা-ভাবনা করি নাই একবারে প্রাকটিক্যাল এক্সাম সব শেষ করে একটু নিশ্চিন্ত হয়ে এই আয়োজন করলাম আপনাকেও ধন্যবাদ অংশ গ্রহণ করার জন্য।
সকাল সকাল এই রকম একটা পোস্ট দেখে আমি খুবি আনন্দিত। এতে করে আমার কাজ করার মনমানসিকতা আরো ৩ গুণ বেড়ে গেল।
@Crypto Library ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনি এই রকম একটি পরিকল্পনা করেছেন। আপনার এই রকম একটা উদ্যোগ আমাদের লোকাল থ্রেডকে আরো অনেক এগিয়ে যাবে। বড় ভাইরা যদি এই রকম গিভওয়ে দেন তাহলে আমাদের আগ্রহ আরো বেড়ে যাবে। যদিও আমি জয়েন হতে পারব না। তবুও আমি আনন্দিত যে একসময় আমিও জয়েন হওয়ার অভিজ্ঞতা অর্জন করব এবং আমিও গিভওয়ে দিব। তাহলে আমাদের থ্রেডটা অনেক এগিয়ে যাবে।
আমিও খুব আনন্দিত যে আপনি এটা দেখে অনুপ্রাণিত হয়েছেন, সেই সাথে দুঃখ লাগতেছে যে আপনি এপ্লাই করতে পারতেছেন না। আশা করছি সামনে এরকম কিছু নিয়ে আসলে আপনি অ্যাপ্লাই করার চান্স পাবেন। আর আপনার জন্য রইল শুভকামনা যেন একদিন আপনিও এরকম গিভওয়ে দিতে পারেন।
