Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
bitcoin_network
on 05/03/2023, 06:39:13 UTC
বর্তমানে আমার মনে হয় না নতুন অ্যাকাউন্ট খুলে সেটির দ্বারা ট্রেডিং করতে পারবেন অতি প্রয়োজনীয় কিছু থাকে বা কোন টোকেন রেওয়ার্ড পেয়ে থাকেন তাহলে আশেপাশের কারও নিকট সেল করে দিতে পারেন যাদের পুরনো একাউন্ট রয়েছে।
আজকে আমি বিটমার্ট ভেরিফাই করার জন্য অনেক পরিশ্রম করেছি অবশেষে সফল হয়েছি। ‌ আমি ভেরিফাই করে ফেলেছি।
আমি প্রথমে বিটমার্ট অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে পরামর্শ দিয়েছে। বিটমার্ট এর ওয়েবসাইট থেকে তারা আমাকে ভেরিফিকেশন করতে বলছিল। তাদের কথামতো বিটমার্টের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট লগইন করে ভেরিফাই করে ফেলেছি।

যারা নতুন এ বিটমার্ট ভেরিফাই করবেন তারা অবশ্যই বিটমার্টের ওয়েবসাইটে ঢুকে ভেরিফাই করতে পারেন। কেননা বিটমার্ট অ্যাপে থেকে ভেরিফাই করতে গেলে । প্রথম লেভেলে সকল কান্টি দেওয়া আছে কিন্তু বাংলাদেশ দাও নাই। বিটমার্ট ওয়েবসাইটে প্রথম লেভেলে ভেরিফিকেশন করতে গেলে সেখানে বাংলাদেশ আছে।  ‌
আমিও অনেক আগে ই আমার বিটমার্ট একাউন্ট ভেরিফাই করেছি। তবে আমি বিটমার্ট অ্যাপ থেকে ভেরিফাই করেছি। আমার এই অ্যাপটি ভেরিফাইড করতে তেমন কোন সমস্যার মধ্যে পড়তে হয়নি। তবে আমি একদিনে প্রথম লেভেল ভেরিফাই করেছি। তারপরের দিন দ্বিতীয় লেভেল ভেরিফাই করেছি।