Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
LDL
on 05/03/2023, 07:23:29 UTC
⭐ Merited by shasan (1)

মানি না, মানব না।।।

@Crypto Library
আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডে যারা আছে তাদেরকে নিয়ে আলাদা ভাবে ট্রিটের ব্যবস্থা করতে হবে। আমাদের বাংলাদেশে লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে মাত্র 15-20 জন একটিভ মেম্বার আছে তাদেরকে আপনার পক্ষ থেকে আলাদা ভাবে ট্রিটের ব্যবস্থা করতে হবে। @Review Master ভাই সিনিয়র মেম্বার হয়েছে তাদের কাছ থেকেও আমরা সবাই ট্রিট পাই। কিন্তু ভাই মনে হয় অতিরিক্ত ব্যস্ত থাকে যার কারণে আমাদের মত ছোট ভাইদের কথা ভুলে গেছে। @Crypto Library ভাই আপনি আমাদের ঠকায়েন না, আমাদের জন্য আলাদা ট্রিটের ব্যবস্থা করে। সামান্য কিছু হালকা আয়োজন করলেই চলবে।