@Review Master ভাই সিনিয়র মেম্বার হয়েছে তার কাছ থেকেও আমরা সবাই ট্রিট পাই। কিন্তু ভাই মনে হয় অতিরিক্ত ব্যস্ত থাকে যার কারণে আমাদের মত ছোট ভাইদের কথা ভুলে গেছে।
কাউকেই ভুলে যাই নাই ভাই, শুধু কূল-কিনারা খুজে পাচ্ছি নাহ। কারণ বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করার চেষ্টা করতেছি এবং দিন শেষে নিজের কমিউনিটিতে কন্টেন্ড পোষ্ট করার পর সময় পাওয়া যায় নাহ। আগের মতো ফোরামে আর এক্টিভ হওয়া হয়ে উঠে নাহ!

তবে আশা করি, খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু উপহার দিবো। শুধু দোয়া করবেন, যেন এই লোকাল কমিউনিটির জন্য আরো ভালো কিছু করতে পারি।

যারা বিভিন্ন এয়ারড্রপ কিংবা টেস্টনেটে কাজ করেন, তাদের জন্য এই টুইটটা কাজে দিবে:
https://twitter.com/officialbitbyte/status/1632474881584660481