বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করার চেষ্টা করতেছি এবং দিন শেষে নিজের কমিউনিটিতে কন্টেন্ড পোষ্ট করার পর সময় পাওয়া যায় নাহ। আগের মতো ফোরামে আর এক্টিভ হওয়া হয়ে উঠে নাহ!

তবে আশা করি, খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু উপহার দিবো। শুধু দোয়া করবেন, যেন এই লোকাল কমিউনিটির জন্য আরো ভালো কিছু করতে পারি।
ভাই অনেক তো হলো এবার একটু ফ্রি সার্ভিস বাদ দিয়ে পেইড সার্ভিস দেন। আপনি ইংলিশ থ্রেড এ একটু একটিভিটি বাড়ান এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করেন। আর একবার সিগনেচার ক্যাম্পেইনের মজা পেলে হয়তোবা আপনি অন্যদিকে যে সময় গুলো নষ্ট করেন সেই সময়ের একটা অংশ এই ফোরামে দিতে পারবেন। এতে আপনি কিছুটা লাভবান হতে পারবেন এবং সেই সাথে ফোরামের অন্য সদস্যগণ আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে। এভাইলভল ক্যাম্প ইনগুলো
এখান থেকে দেখতে পারবেন।