Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 06/03/2023, 15:46:26 UTC
ভাই অনেক তো হলো এবার একটু ফ্রি সার্ভিস বাদ দিয়ে পেইড সার্ভিস দেন। আপনি ইংলিশ থ্রেড এ একটু একটিভিটি বাড়ান এবং সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হওয়ার চেষ্টা করেন। আর একবার সিগনেচার ক্যাম্পেইনের মজা পেলে হয়তোবা আপনি অন্যদিকে যে সময় গুলো নষ্ট করেন সেই সময়ের একটা অংশ এই ফোরামে দিতে পারবেন। এতে আপনি কিছুটা লাভবান হতে পারবেন এবং সেই সাথে ফোরামের অন্য সদস্যগণ আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে। এভাইলভল ক্যাম্প ইনগুলো এখান থেকে দেখতে পারবেন।
উনি এইদিকে আগ্রহী না। উনার অল্টকয়েন ইকোসিস্তেম এক্সপ্লোর করতে ভালো লাগে আর এইটা উনার খুবই ভালো দিক। উনার সাথে আমার অনেক কথা হয়। উনি উনার বিটবাইট প্রজেক্ট নিয়ে খুবই আশাবাদী এবং আমি নিজেও উনার প্রজেক্টে ভালো কিছু দেখতেছি। বর্তমানে বিয়ার মার্কেটে যেখানে ফিউচার ছাড়া প্রফিট করাই অনেক টাফ, এইরকম অল্টকয়েন ইকোসিস্টেম নিয়ে যারা গবেষণা করছে তাদের আমি ১০ গুণের চেয়েও বেশি প্রফিট নিতে দেখেছি, আবার কেউ ১০ গুণের বেশি পোর্টফলিও করেছেন এই বিয়ার মার্কেটেই। অল্টকয়েন ইকো নিয়ে পড়াশোনা করলে আসলেই ভালো কিছু প্রফিট করা যায়। আর সেটা অবশ্যই সিগ্নেচার ক্যাম্পেইন থেকে হাজারগুন ভালো ইনকাম। সিগ্নেচার ক্যাম্পেইন আসলে পার্শিয়াল বেনেফিট হওয়া উচিত। ফোরামে আমরা দরকারেই সময় ব্যয় করি। যদিও বর্তমানে অনেক সময় আমরা পোস্ট করতে বাধ্য হই। আমার হাতে অনেক সময়। বর্তমানে এমন মনে হয় যে বিটকয়েনটকে না আসলে আমি কিছু মিস করি। ওইখান থেকেই আসলে এইখানে বেশি সময় দেয়া হয়। আর মাঝে মধ্যে কিছু পোস্ট দরকারের বাইরে করা হয়। স্যাট বাড়ানোর জন্য  Cheesy