Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Mr.corol
on 07/03/2023, 00:20:34 UTC
⭐ Merited by fillippone (2)

বাই দা রাস্তা Ku-coin এ কেউ p2p ট্রেডিং করেছেন ? আর করলেও এর ফীড ব্যাক সম্পর্কে জানতে চাচ্ছি । কখনও কখনও সরাসরি p2p হালকা লাভ যখন হবে আমার জন্যে তাই জানতে চাচ্ছি । আর তাই সেল করার সময় বিনান্সের মতন ফান্ড এর সিকিউরিটি দিতে পারে কিনা এই বিষয়ে একটু কনফিউশন রয়েছে ।
আমি একাধিক বার এই kucoin p2p ট্রেড করেছি। kucoin যখন বায়ার অর্ডার কমপ্লিট করে দেয়। kucoin এক ধরনের ট্রেডিং পাসওয়ার্ড থাকে ওই পাসওয়ার্ড দিয়ে রিলিজ করা হয়। কোন ধরনের google এ বা নাম্বারে কোড আসে না। সরাসরি ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে রিলিজ করে দেওয়া হয়।  কু কয়নে বায়ার অর্ডার কমপ্লিট করতে কিছুটা binance থেকে সময় বেশি লাগে।