@Crypto Library ভাই বেশি না , ছোট ভাই বেরাদারের আবদার।
ইনশাল্লাহ সব কিছুর ব্যবস্থা হবে ধীরে ধীরে কিন্তু ভাই আপনার নিজের কথাও ভুলে গেলে চলবে না আপনার প্রগ্রেস অনুযায়ী আপনার নিকট থেকেও এইসব আশা করাই যায়। 😜
বড় ভাই দের উদ্দেশ্যে ও বলব, সময় পেলে জয়েন করে নিবেন। ধন্যবাদ।
_tjonmoy
যদিও এই বিষয়ে আমি বড়ই কাঁচা তবুও দেখি যেহুতু এটা বিটকয়েনটক এর নিউজ ফীড এ পিন হয়ে গিয়েছে একটু তো ট্রাই করা যেতেই পারো

। কালকে বাজারে গিয়া মালসামানাহ কিনতে হবে বাসায় আপাদত কিছু মালসমনাহ অনুপস্থিত।
বাই দা রাস্তা Ku-coin এ কেউ p2p ট্রেডিং করেছেন ? আর করলেও এর ফীড ব্যাক সম্পর্কে জানতে চাচ্ছি । কখনও কখনও সরাসরি p2p হালকা লাভ যখন হবে আমার জন্যে তাই জানতে চাচ্ছি । আর তাই সেল করার সময় বিনান্সের মতন ফান্ড এর সিকিউরিটি দিতে পারে কিনা এই বিষয়ে একটু কনফিউশন রয়েছে ।