Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
LDL
on 07/03/2023, 04:51:25 UTC
⭐ Merited by tjtonmoy (1) ,Little Mouse (1)
আজ নিউবিদের র‍্যাঙ্ক আপ করানোর একটি সহজ উপায় শেখাতে পোস্ট টা করলাম। একটা কনটেস্ট চলছে পাই বেক করার । আগে যারা পিজ্জা বেকিং কনটেস্ট এ জয়েন হয়েছেন তারা হয়ত জানবেন। আপনাকে নিজের কাজ টা নিজে করতে হবে, তবে করতে পারলে একটা ভালো কিছু মেরিট পেতে পারেন।

আমার এন্ট্রিঃ Re: 🥧 1st edition - Bitcointalk Pie Baking Contest 🥧

কিছু মেরিট এর জন্য যারা নেক্সট র‍্যাঙ্ক এ যেতে পারছেন না, তারা এইখানে অংশগ্রহন করে কিছু টা হেড স্টার্ট পেতে পারেন। সাথে উইন হইতে পারলে আলাদা পুরস্কার তো আছেই।
বড় ভাই দের উদ্দেশ্যে ও বলব, সময় পেলে জয়েন করে নিবেন। ধন্যবাদ।
_tjonmoy
হ্যাঁ ভাই, আর মাত্র ৭ দিন আছে, এই সাত দিনের মধ্যে এই কনটেস্টে যার যার আইটেমগুলো জমা দিতে হবে। এখন পর্যন্ত যারা জানেন না তারা অতি শীঘ্রই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। আমি আজকে আমার আইটেম জমা দিয়েছি। মোটামুটি সবাই ভালো করে আইটেম রেডি করে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমারটা এভারেজ হয়েছে।