আজকে ChatGPT কে বলেছিলাম -
Explain Bitcoin Ordinals in Bengali. প্রত্যুত্তরে ChatGPT কি জানালো সেটা নিচে দিলাম। কেউ মর্মোদ্ধার করতে পারলে জানাবেন।

আমি একবার জিজ্ঞেস করেছিলাম ভিটালিক বুটেরিন নিয়ে বাংলায় কিছু বলতে। ও আমারে বলে ভিটালিক বুটেরিন বিটকয়েন আবিষ্কার করছে

চ্যাটজিপিটি ইংরেজিতে তথ্য দেয়ার সময়ো ভুল করে থাকে।
পরীক্ষা নিরীক্ষার জন্যে কিছু Bitcoin Ordinal বানিয়ে দেখতে চাই। বিনামূল্যে Bitcoin Ordinal বানানো যায় এমন কোনো tool জানা আছে কি কারো?
এখনো আমি এক্সপ্লোর করি নি তবে ইচ্ছে আছে আগামী সপ্তাহ এইটা নিয়ে পড়াশোনা করার কারণ আমি বাংলায়
ক্রিপ্টোকারেন্সি নিউজ সাইট কয়েনআলাপ এ এইটা নিয়ে লিখব ভেবেছি। যদি কিছু পাই তাহলে শেয়ার করবো। আপনিও আমাদের সাথে শেয়ার করতে পারেন।