এটির নাম শুনলেই কষ্ট লাগে। এটির একটি সিগনেচার করেছিলাম। কিন্তু যে ম্যানেজমেন্ট করেছিলো, সে সকলের রিওয়ার্ড সম্ভবত মেরে দিয়েছে। প্রজেক্টটি ভালো ছিল, কিন্তু কী আর করার।
এটি দেখে খুব এ খারাপ লাগল। যে বাউন্টি ক্যাম্পেইন ম্যানেজার একজন স্ক্যামার ছিল এবং সবার টাকা মেরে দিয়েছে। কিন্তু আমি সিগনেচার ক্যাম্পেইন করেছিলাম ও রিভিউ রাইটিং এর কাজ করেছিলাম। আমি দুইবারই আমি যে কাজ করেছি তার পারিশ্রমিক পেয়েছি। লটারির জন্য অর্থাৎ রেফেলের জন্য আবেদন করে যাচ্ছি। যদিও এখন পর্যন্ত লটারিতে অর্থাৎ রেফেলে আমার নাম উঠে নাই।