Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Rana590
on 11/03/2023, 17:57:07 UTC
অপেক্ষার দিন শেষ, সামনের সপ্তাহে চ্যাপজিপিটি-4 কাজের ভিন্নতা নিয়ে আসছে
অনেকেই এটা নিয়ে তেমন ভাবছে না কিন্তু আসলেই এই আপডেটে আমূল পরিবর্তন নিয়ে আসছে যা অনেক বড় টেকনোলজি কোম্পানিকে নড়েচড়ে বসতে হবে।
এইটা পুরনো নিউজ। বাংলাদেশ ব্যাংক এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কোথায়? কোন সোর্স দিতে পারবেন কি? সোর্স ছাড়া এইরকম নিউজ পোস্ট করা উচিত না ভাই। যদিও আমি জানি আপনার পোশটের উদ্দেশ্য কি ছিল এবং সেটা হাসিলও হইছে। ফোরাম সিস্টেমকে এবিউজ করা বন্ধ করেন।
সহজ ভাষায় বলতে এক একাউন্ট হারিয়ে অন্য একাউন্ট এর পদোন্নতি বাড়ানোর জন্য উঠেপড়ে লাগছে। সব জয়েনিং পোস্টের সাথে একটা বাংলা পোস্ট করে নিজের অন্য একাউন্ট দিয়ে মেরিট এবিউজ।