এটির নাম শুনলেই কষ্ট লাগে। এটির একটি সিগনেচার করেছিলাম। কিন্তু যে ম্যানেজমেন্ট করেছিলো, সে সকলের রিওয়ার্ড সম্ভবত মেরে দিয়েছে। প্রজেক্টটি ভালো ছিল, কিন্তু কী আর করার।

কি বলেন? ক্যাম্পেইন ম্যানেজার কে ছিল তখন? রেপুটেড কেউ? বর্তমানে তো দুইজন রেপুটেড মেম্বার ইউটোপিয়া নিয়ে ফোরামে মার্কেটিং করছে। তাদের কেউ নয়তো? আশা করি না।
09-03-2023 বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।
এইটা পুরনো নিউজ। বাংলাদেশ ব্যাংক এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কোথায়? কোন সোর্স দিতে পারবেন কি? সোর্স ছাড়া এইরকম নিউজ পোস্ট করা উচিত না ভাই। যদিও আমি জানি আপনার পোশটের উদ্দেশ্য কি ছিল এবং সেটা হাসিলও হইছে। ফোরাম সিস্টেমকে এবিউজ করা বন্ধ করেন।