অপেক্ষার দিন শেষ, সামনের সপ্তাহে চ্যাপজিপিটি-4 কাজের ভিন্নতা নিয়ে আসছে
অনেকেই এটা নিয়ে তেমন ভাবছে না কিন্তু আসলেই এই আপডেটে আমূল পরিবর্তন নিয়ে আসছে যা অনেক বড় টেকনোলজি কোম্পানিকে নড়েচড়ে বসতে হবে।
প্রযুক্তি উন্নতি হবেই। এটা এখন বা কিছু দিন পর।কোনো কাজ কে সহজ করার জন্য নতুন কোনো প্রযুক্তি তৈরি করা হয় । তেমনি (chatGPT ) openAi এর নতুন একটি প্রযুক্তি। এটি যেমন মানুষে চাকরি খাচ্ছে। তেমনি এটার উপর নির্ভর করে অনেককে নতুন চাকরি গড়ছে। (chatgpt ) উপর রিসার্চ করে অনেককে নতুন নতুন ব্যবসা গড়ে তুলছে। তাই আমরা নতুন কোনো প্রযুক্তি আসলে তা নিয়ে চিন্তা না করে। সেই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে ব্যবসা করা যায় তা চিন্তা করতে হবে।