~
আপনি হয়তো খুবই চিন্তায় আছেন কিংবা লস/ক্ষতি হয়েছে কিংবা আমার কথাটি বুঝতে পারেন নাই।
না ভাই চিন্তায় নাই, কিন্তু দেখেন ভাই অনেকেই বলছে হয়তো বিটকয়েন এখানেই শেষ হয়ে যাবে, অথবা ক্রিপ্টো কারেন্সি এ বছর হয়তো আর টিকবে না। আমি মূলত আপনাকে মেনশন করে তাদেরকে বোঝাতে চেয়েছি। হ্যাঁ তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যা আপনি উল্লেখ করেছেন Stable coin যদি রিজার্ভে থেকে থাকে তবে সেটা বিটকয়েনে রূপান্তরিত করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া বর্তমানে স্টেবল কয়েনগুলোতে বিশেষ করে ইউএসডিসি (USDC) নিয়ে মানুষের মনে অনেক ভয় ঢুকে গেছে। তাই তাদের ক্ষেত্রে Stablecoin বিটকয়েনে রূপান্তরিত করে নেওয়াটাই ভালো হবে।
ভাই ভয় পেয়ে আর লাভ নেই, যা হারানোর তাতে অনেক আগেই হারিয়ে ফেলেছি এখন আর হারানোর ভয় নেই। যতগুলো ইনভেস্টমেন্ট আছে আমার সবগুলোতে হাজার ডলার করে লস হয়েছে। তাই যতই ডাম্পিং সিচুয়েশন আসুক না কেন এখন আর ভয় লাগেনা।
জ্বী ভাই, এখন এত ভয় করলে হবে নাহ। যারা লম্বা সময়ের জন্য ক্রিপ্টোমার্কেটে আছে, তারা অনেকবার শুনেছে যে বিটকয়েন শেষ আর বৃদ্ধি পাবে নাহ। কিন্তু বাস্তবতা তার অন্য, তাই ওসবে কান না দিয়ে নিত্যনতুন বিষয়গুলো শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে। যেমন আমিই যদি এতদিন রিস্ক নিতাম, তাহলে মিলিয়ন ডলারের মালিক হয়ে যেতাম। কিন্তু রিস্ক নেয়নি, তাই এখনো মিলিয়নের মাইলকফলকে যেতে পারি নাই। তাই ধৈর্যসহ এগিয়ে যেতে হবে।

আমি এখনো জানি নাহ, আপনি কোন কোন কয়েন/টোকেনগুলোতে বিনিয়োগ করেছেন। কিন্তু যদি আপনি আমাদের BitByte Crypto কমিউনিটিতে থাকতেন কিংবা আমার বলা বিভিন্ন ট্রেন্ডগুলোকে অনুসরণ করতেন। তাহলে হয়তো অনেক লাভে থাকতেন। কারণ কারো লোকসান কিংবা লসের কথা শুনলে আসলেই খারাপ লাগে। আপনার জন্য অবশ্যই দোয়া রইলো যে, আপনি সকলে ইনভেস্টমেন্টের অর্থগুলো পূনুরুদ্ধার করতে পারবেন।
