Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Bountyes
on 12/03/2023, 14:49:27 UTC


09-03-2023 বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।
এইটা পুরনো নিউজ। বাংলাদেশ ব্যাংক এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কোথায়? কোন সোর্স দিতে পারবেন কি? সোর্স ছাড়া এইরকম নিউজ পোস্ট করা উচিত না ভাই। যদিও আমি জানি আপনার পোশটের উদ্দেশ্য কি ছিল এবং সেটা হাসিলও হইছে। ফোরাম সিস্টেমকে এবিউজ করা বন্ধ করেন।
[/quote]

সরি ভাই। আমার ভুল হয়েছে। এর জন্য ক্ষমা চাচ্ছি। আমাকে মাফ করবেন। পরিবর্তে এই ভুল আর হবে না।