Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 12/03/2023, 16:50:55 UTC
জ্বী ভাই বাংলা নিউজ রয়েছে কিন্তু আমি ইংরেজি নিউজ পরেছি যে জন্যে বাংলা লক্ষ্য করেনি। তবে পরবর্তীতে আমি বাংলা নিউজ থেকেই ইনফরমেশন শেয়ার করবো।
তবে আমার মনে হচ্ছে USDC এর দাম যদি এইভাবে কমতে থাকে তাহলে একসময় দেখা যাবে UST এর মতো স্কাম হবে। তাহলে আবারো ক্রিপ্টো মার্কেটে একদম ধোঁয়াশা নেমে যাবে।

আমার মনে হচ্ছে এমন টা হবে না। আজকে কিন্তু USDC ৯৮ সেন্ট পর‌যন্ত চলে গিয়েছিলো। এখন আবার ৯৬ সেন্ট এর আশে পাশে আছে। তাদের ৪০ বিলিয়ন রিজার্ভের মধ্যে ৩.৩ বিলিয়ন আটকে গেছে। ডেটা মোট অংকের ৮.২৫ শতাংশ। টেকনিক্যালি এটা অন্যান্য কয়েনের জন্য কিছুই না। কিন্তু এটা স্টাবল কয়েন। মারকেটে অনেক কানাকানি চলবে এটা নিয়ে। আশা করি তারা রিকোভার করে ফেলবে। তবে কেউ আবার মুনাফা করার আশায় এই কয়েনে ইনভেষ্ট করে বসবেন না যেনো।