Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 14/03/2023, 07:00:32 UTC
⭐ Merited by Little Mouse (2)
আসসালামু আলাইকুম

আমি পোস্ট করি কিন্তু autometic ডিলেট হয়ে যায়।  এর কারণ কি? কেউ বলতে পারবেন??
পোস্ট বিভিন্ন কারণে ডিলিট হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ গুলো হলোঃ
১। অফ টপিক
২। স্প্যামিং
৩। একই রোতে অনেকগুলো পোস্ট করা অর্থাৎ অন্যের পোস্ট এর আগেই নিজে পোস্ট করা।
৪। যেই ভাষার টপিক সেই ভাষায় না লিখে অন্য ভাষায় লেখা।
@shasan
ভাই দয়া করে আপনারা যারা সিনিয়র আছেন তারা রুলস জারি করে দেন যাতে এখানে কেউ এক লাইনে পোস্ট না করে। বাংলাতে ভাই পোস্ট ঘুরিয়ে ফিরিয়ে একটু বড় করে লেখা যায়। আপনারা তো ভাই জানেন আমাদের বাংলা বোর্ড যদি অন্যান্য বোর্ডের মত স্বতন্ত্রভাবে যাত্রা আরম্ভ করতে চায় তাহলে কিন্তু এই এক লাইনের পোস্টগুলো আমাদের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াবে। আমরা এখানে যারা নতুন আসি তারা ২/৪ লাইনের মধ্যে পোস্টগুলো রাখার চেষ্টা করবো।
তবে একটি বিষয় দেখে খুব আনন্দিত হচ্ছি, আমাদের এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে ইতোমধ্যে অনেকগুলো অ্যাক্টিভ মেম্বার জয়েন হয়েছে এবং তারা প্রতিনিয়ত এই ফোরামে পোস্ট করে যাচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যতগুলো মোট পোস্ট হয়েছে মার্চ মাসের অর্ধেক এসে সেই সমতুল্য পরিমাণ পোষ্ট ইতোমধ্যে হয়ে গেছে। যারা নতুন এ আসছেন তাদেরকে জানাই অনেক অনেক সাধুবাদ কেননা আপনাদের একান্ত পরিশ্রমই পারে এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডকে সুউচ্চস্থানে নিয়ে যেতে।