Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 14/03/2023, 14:51:28 UTC
⭐ Merited by LDL (1)

গত কয়েক মাসের পোস্টের সংখ্যা উল্লেখ করা হলো

২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি
বাহ! আমাদের তো অনেক উন্নতি হয়েছে। পোস্ট সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। পোস্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে এইটা জানতাম কিন্তু এত বেশি বৃদ্ধি পেয়েছে জানতাম না। যাই হোক, শুধু পোস্ট নাম্বার এর দিকে মনযোগ না দিয়ে আমাদের উচিত বিটকয়েন তথা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির টেকনিক্যাল দিকগুলো সম্পর্কে জানা, বোঝা এবং আলোচনা করা। নিজেদের মধ্যে জ্ঞান শেয়ার করা। আমি একটা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার জন্য আবার সেসব বাদ পরে গিয়েছে। আমাদের এইখানে কি কোন মাইনার আছে? যে বিটকয়েন মাইনিং করছে। এইরকম থাকলে একটু আওয়াজ দেন। আমার একটা পরিকল্পনা আছে, বিগ কিছু করার এইটা নিয়ে। একটা টিম বিল্ড আপ করতে চাচ্ছি যারা বিনিয়োগ করবেন মাইনিং এর জন্য।