××××××
ধন্যবাদ ভাই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আগের চেয়ে পোস্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একটিভ মেম্বারের সংখ্যাও তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। মাস শেষ হলে @ Crypto Library ভাই পোষ্টের সংখ্যা ও একটিভ মেম্বার সংখ্যা সহ মেরিট আদান-প্রদান সংখ্যা উল্লেখ করে স্তম্ভ আকারে প্রকাশ করে দেবে। আমি আপাতত পোষ্টের সংখ্যা উল্লেখ করার চেষ্টা করেছি বাকি অংশ আমি আপাতত বুঝিনা। @Crypto Library ভাই পরবর্তীতে আপডেট করে দিলে তখন বিস্তারিত জানতে পারবো।
@Anaul93748 ভাই আপনার Quote করে কমেন্ট করাটা সামান্য ভুল হয়েছে। যদিও আপনি Quote করে পোস্ট করেছেন তবুও আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আপনি উপরের পোস্টটি কপি করে পোস্ট করেছেন। কোট করে পোস্ট করার সময় বেশি কাট করা হয়েছে । ফলে আপনি কাকে কোট করলেন সেটা উল্লেখ নাই বিধায় আপনার কমেন্টে কপি করা পোষ্টের মতো দেখাচ্ছে। পরবর্তীতে পোস্ট দিলে আপনি ভালো করে কোট করে পোস্ট দিবেন।