Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 14/03/2023, 15:55:57 UTC
আমাদের এইখানে কি কোন মাইনার আছে? যে বিটকয়েন মাইনিং করছে। এইরকম থাকলে একটু আওয়াজ দেন। আমার একটা পরিকল্পনা আছে, বিগ কিছু করার এইটা নিয়ে। একটা টিম বিল্ড আপ করতে চাচ্ছি যারা বিনিয়োগ করবেন মাইনিং এর জন্য।

নাইস হ্যাস এ ইথেরিয়াম মাইনিং করে বিটকয়েনে পেমেন্ট নিতাম। প্রুফ অফ স্টেক আপডেট আসার পর তো মাইনিং বন্ধ করতে বাধ্য হলাম। অন্যান্য যতগুলা এলগোরিদম আছে (জিপিইউ মাইনেবল), সব গুলাই আপাতত লস প্রজেক্ট। বাংলাদেশে এসিক মাইনার ইম্পোর্ট করা একটা ঝামেলার কাজ। তাই বিটকয়েন মাইনিং করার ইচ্ছে থাকলেও করতে পারছি না। একবার ধরা পরে গেলে জীবন শেষ করে ছেড়ে দিবে। তাছাড়া বিটকয়েন এসিক মাইনার গুলোর দাম অনেক বেশি।