গত কয়েক মাসের পোস্টের সংখ্যা উল্লেখ করা হলো
২০২২
অক্টোবর মাসে মোট পোস্ট:৬০
নভেম্বর মাসে মোট পোস্ট: ৩০
ডিসেম্বর মাসে মোট পোস্ট: ৯২
২০২৩
জানুয়ারি মাসে মোট পোস্ট: ১৩৪ টি
ফেব্রুয়ারি মাসে মোট পোস্ট: ২২৫ টি
মার্চ মাসের(১-১৪) মোট পোস্ট: ১৫৮ টি
আপনারা নিজেরা দেখতে চাইলে:
ninjastic.space হেল্প নিতে পারেন।
অনেক সুন্দর দিন দিন আমাদের বাংলা বোর্ড এর পোস্ট এর সংখ্যা এগিয়ে যাচ্ছে। প্রতিমাসেই পোষ্টের সংখ্যা বেড়েই চলেছে এইভাবে যদি আমরা সকলে মিলে পোস্ট করতে থাকি তাহলে আমাদের বাংলা লোকাল বোর্ড আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। @LDL আপনি সত্যিই অনেক information শেয়ার করেন এবং এই ইনফরমেশন থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমাদের বাংলা বোর্ডে অনেক জ্ঞানী লোক রয়েছে তাদের সাথে আমরা সময় দিয়ে আমাদের এই বাংলা লোকাল বোর্ডকে অধিক শক্তিশালী করব। এবং আমরা সকলে মিলে বেশিরভাগ সময় একটিভ থাকার চেষ্টা করব।