Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
tjtonmoy
on 14/03/2023, 19:37:09 UTC
@LDL ভাইও অনেক কিছুই জানেন তাই আপনারা এই উদ্যেগ টা নিলে সবারই উপকৃত হবে বলে মনে করি। আল্লাহ তায়ালা যেন খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই উদ্যেগ টা নেওয়ার তওফিক দান করেন।
ভাই ৩২৫ পেজ হয়ে গেছে আমাদের এই বাংলাদেশ লোকাল থ্রেড টা। এইটাই আমাদের কমিউনিটি। যেটা অলরেডি আছে সেইটা কে কেমনে আরও ভালো করা যায় সে দিকে ফোকাস করেন। প্রতি পেজ এ ২০ টি করে পোস্ট বিদ্যামান। টোটাল পোস্ট দাঁড়ায় ৬৫০০ (+-)। এতগুলো পোস্ট এ যত নলেজ আছে আশা করি সময় দিয়ে যদি শিখতে পারেন তাহলে কোথাও আপনাকে থামতে হবে না। আর আমরা যারা থ্রেড এ অ্যাকটিভ আছি, সবসময় আপনাদের সাহায্য করতে চেস্টা করি। জানার আগ্রহ নিয়ে আমাদের কাছে আসবেন, অবশ্যই আপনাদের হেল্প করব। আর বাংলাদেশি হিসেবে আমাদেরই দায়িত্ব এই থ্রেড কে একদিন বোর্ড এ পরিনত করা।