Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Anaul93748
on 14/03/2023, 18:41:12 UTC
××××××
আমি আপাতত পোষ্টের সংখ্যা উল্লেখ করার চেষ্টা করেছি বাকি অংশ আমি আপাতত বুঝিনা। @Crypto Library ভাই পরবর্তীতে আপডেট করে দিলে তখন বিস্তারিত জানতে পারবো।

@Anaul93748 ভাই আপনার Quote করে কমেন্ট করাটা সামান্য ভুল হয়েছে। যদিও আপনি Quote করে পোস্ট করেছেন তবুও আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আপনি উপরের পোস্টটি কপি করে পোস্ট করেছেন। কোট করে পোস্ট করার সময় বেশি কাট করা হয়েছে । ফলে আপনি কাকে কোট করলেন সেটা উল্লেখ নাই বিধায় আপনার কমেন্টে কপি করা পোষ্টের মতো দেখাচ্ছে। পরবর্তীতে পোস্ট দিলে আপনি ভালো করে কোট করে পোস্ট দিবেন।
 
জি ভাই আমার একটু ভুল হয়েছে কাট করার সময় একটু বেশি কাট করে ফেলেছি তা  আমি এখন বুঝতে পারলাম। ভুলটি অবগত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যেন এইরকম ভুল না হয় তার জন্য সতর্ক থাকার চেষ্টা করবো।


যাই হোক, শুধু পোস্ট নাম্বার এর দিকে মনযোগ না দিয়ে আমাদের উচিত বিটকয়েন তথা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির টেকনিক্যাল দিকগুলো সম্পর্কে জানা, বোঝা এবং আলোচনা করা। নিজেদের মধ্যে জ্ঞান শেয়ার করা। আমি একটা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার জন্য আবার সেসব বাদ পরে গিয়েছে। আমাদের এইখানে কি কোন মাইনার আছে? যে বিটকয়েন মাইনিং করছে। এইরকম থাকলে একটু আওয়াজ দেন। আমার একটা পরিকল্পনা আছে, বিগ কিছু করার এইটা নিয়ে। একটা টিম বিল্ড আপ করতে চাচ্ছি যারা বিনিয়োগ করবেন মাইনিং এর জন্য।

আসলেই @Little Mouse ,@LDL ভাই যা জানে তার কিঞ্চিত পরিমাণও আমরা জানি না। তাই আপনাদের জানার থেকে যদি একটু জানার তৌফিক দেন আল্লাহ তায়ালা তাহলে অনেকের অনেক কিছুই জানা হবে বলে মনে করি।

ভাই  @Little Mouse, ভাই আপনাকে একটা কথা বলি, আমাদের দেখে কি মনে হয় , আমরা অনেক কিছু জানি। ভাই আপনার সাথে যদি আমার ফেস টু ফেস দেখা হতো তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারতেন। আমরা আসলে ক্রিপ্টো কারেন্সিতে একদম জিরো। আপনি যদি আমাদের গার্ডিয়ান হিসেবে দায়িত্ব নেন তাহলে আমরা আপনার কথায় রাজি আছি। ভাই আমরা এ লাইন সম্পর্কে কিছুই জানিনা। মাইনিং সম্পর্কে যেটাই বলুন না কেন আমাদের কাছে সবকিছু পাহাড় সমান বোঝা মনে হবে। তবে আপনার সাথে আমার কাজ করার অনেক ইচ্ছা আছে। আমরা আসুন একটা টিম গঠন করে কিছু একটা করি। এই কিছু একটা করার জন্য একজন নেতা দরকার যা একমাত্র আপনার দ্বারা সম্ভব। আমরা মাল্লা হিসেবে দায়িত্ব পালন করতে রাজি আছি কিন্তু আপনাকে মাঝি হিসাবে নৌকার হাল ধরে রাখতে হবে। ধন্যবাদ ভাই অনেক কিছু বলে ফেললাম ভুল হলে মাফ করে দিয়েন।



@LDL ভাইও অনেক কিছুই জানেন তাই আপনারা এই উদ্যেগ টা নিলে সবারই উপকৃত হবে বলে মনে করি। আল্লাহ তায়ালা যেন খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই উদ্যেগ টা নেওয়ার তওফিক দান করেন।