আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না
আচ্ছা আপনি আমাকে দেখান তো আপনি কোন পোষ্ট টা করেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো আপনার কাছে?
আপনি একর পর এর রুলস ভায়োলেশন করেই যাচ্ছেন। কপি পেষ্ট, ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট, লাগাতারে একের অধিক পোষ্ট, পুরাতন পোষ্ট কোট করে উত্তর দিচ্ছেন, এখন আবার ধৈর্য হারিয়ে মেরিট চাচ্ছেন যেটা সম্পূর্ণ আন এথিক্যাল। এমন অনেক মানুষ আছে যারা ১০০ এর ওপরে পোষ্ট করে তাদের প্রথম মেরিট পেয়েছে। আপনি ৯ টা পোষ্ট করেই ক্লান্ত?